বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় শিলিগুড়িতে চরম সমস্যায় পড়লেন হোটেল ব্যবসায়ীরা
শিলিগুড়ি : বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় শিলিগুড়িতে চরম সমস্যায় পড়লেন শহর শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। শিলিগুড়িতে হোটেল আছে বিভিন্ন ধরনের। আমিশ এবং নিরামিষ দুটোই, অনেকেই আমিষ খান না মানে মাছ মাংস খান না । শিলিগুড়িতে সেই ধরনের নিরামিষ হোটেলের সংখ্যা এখন প্রচুর, গত কয়েক মাস ধরে সবজির দাম বেড়ে যাওয়ায় এই নিরামিষ হোটেলগুলি সমস্যার মধ্যে পড়ে গেছে। এদিকে হোটেল মালিকেরা জানান নিরামিষ খেতে আসা লোকেদের মধ্য অধিকাংশ মানুষই একেবারে নিম্ন মধ্যবিত্ত, তারা নিরামিষ খান কম খরচে খাবার জন্যই। তারাই সবচাইতে বেশি সমস্যায় পড়ে গেছেন। হোটেলে গেলে এবং খেলে আগের থেকে অনেক বেশি টাকা লাগছে। তাই তাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে দুবেলা বাইরে খাওয়া। আবার সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন দাম কবে কমবে বলতে পারা যাচ্ছে না। কারণ খুব একটা দাম কমেনি গত দেড় থেকে দু মাসে। তাই আমরা বলবো না যে দাম কমে যাবে। তবে উত্তরবঙ্গের সবজির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়ে গেছেন সাধারণ মানুষজন।


