বাড়ি ফেরার পথে গণধর্ষণ করা হল মূক-বধির এক মহিলাকে, অবশেষে ধর্ষকদের ধরিয়ে দিল ১৪ সেকেন্ডের CCTV ফুটেজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাড়ি ফেরার পথে অপহরণ করে গণধর্ষণ করা হল মূক ও বধির এক মহিলাকে। জানা গেছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বাসভবন থেকে কয়েক মিটার দূরেই এই নৃশংস ঘটনা ঘটে। সেখানে বেশিরভাগ সিসিটিভি বন্ধ ছিল বলে খবর মেলে। এদিকে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। তবে তার আগে অভিযুক্তদের সঙ্গে রীতিমতো জোর লড়াই চলে পুলিশের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বলরামপুরে। পুলিশ জানিয়েছে, মূক ও বধির ওই মহিলা তাঁর মামার বাড়ি গিয়েছিলেন। এদিন সন্ধ্যায় বলরামপুর জেলায় বাড়িতে ফিরছিলেন। সেইসময় তাঁকে অপহরণ করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে । মূক ও বধির হওয়ায় সাহায্যের জন্য চিৎকারও করতে পারেননি মহিলা।

এদিকে রাত ৮টার মধ্যে মহিলার বাড়ি ফেরার কথা ছিল। তারপর এক ঘণ্টা কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একটি পুলিশ পোস্টের কাছে ফাঁকা মাঠে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন পরিজনরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলা আতঙ্কে রয়েছেন। মহিলার ভাই পুলিশে অভিযোগ দায়ের করেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্ত অঙ্কুর ভার্মা ও হর্ষিত পাণ্ডেকে পুলিশ গ্রেফতার করে। বলরামপুরের পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, “সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে আমরা ২ জনকে চিহ্নিত করি। ২৪ ঘণ্টার মধ্যে তাদের ধরা হয়। কিন্তু, তাদের ধরতে গেলে এনকাউন্টারে দুই অভিযুক্ত জখম হন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *