বার্ড ফ্লু নিয়ে চরম সতর্ক শহর শিলিগুড়ি
শিলিগুড়ি : গত তিন দিন ধরে বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে। এই আতঙ্কর কারনে অনেকেই মুরগির মাংস কিনতে ভুলে গেছেন। মাংস পাওয়া যাচ্ছে কেজি প্রতি পঞ্চাশ টাকা কম। তবে এখনো শিলিগুড়িতে বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়ালেও কোনো বার্ড ফ্লু আক্রান্ত মুরগি পাওয়া যায় নি। কি কারনে এই আতঙ্ক ছাড়ালো সেটাও কেউ জানেন না। মুরগির ব্যাবসার সাথে যুক্ত যারা তারা জানিয়েছেন শুধু শুধু আতঙ্ক ছড়ানো হলো আমাদের ব্যবসা নষ্ট করে দেওয়া হলো। শিলিগুড়ির সব বাজারের অবস্থা একই। গুজবে এক ধাক্কায় কমে গেছে মুরগির দাম। তবে আতঙ্কের কিছুই নেই, ফ্লুয়ের আতঙ্ক ছড়িয়ে বেকার বেকার নষ্ট হয়ে গেল বাজার। অযথা আতঙ্ক ছড়ানো হলো। যেখানে কিছুই হয় নি।