বিএসএনএল কর্মী আত্মঘাতী হল দীর্ঘদিন বকেয়া বেতন না পেয়ে
বেস্ট কলকাতা নিউজ : কর্মের প্রতি তিনি অবিচল। কিন্তু কি পেট চলে শুধু কাজ করলেই, যদি না বেতন মেলে।অবশেষে বিএসএনএল-এর এক অস্থায়ী কর্মী আত্মহত্যার পথ বেছে নিলেন দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে। সংসারে অশান্তি লেগেই থাকত প্রায় নিত্যদিনই। আর বীরেন্দ্র রায় নামে ওই অস্থায়ী কর্মী আত্মহত্যার পথ বেছে নিলেন এর জেরে।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তোতাই গঞ্জ গ্রাম। জানা গেছে বীরেন্দ্র রায় ছিলেন বিএসএনএল-এর অস্থায়ী কর্মী । তিনি বিএসএনএল এর ফাটাপুকুর এক্সচেঞ্জ অফিসে সিকিউরিটি গার্ডের পোস্টে কর্মরত ছিলেন গত ১৫ বছর ধরে। অভিযোগ, প্রায় এক বছর ধরে কোনও বেতন পাচ্ছেন না যারা এই পোস্টে কর্মরত । এই অবস্থায় বীরেন্দ্রবাবুর পক্ষে একরকম প্রায় অসম্ভব হয়ে পড়েছিল দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে পরিবার চালানো। তার পরিবারের দাবি দীর্ঘদিন বেতন না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে। এর পর বীরেন্দ্র বুধবার ভোরে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের পক্ষ থেকে রাজগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁর দেহ। এদিকে অন্যান্য শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে এই খবর চাউর হতেই। এর পর ঘটনার প্রতিবাদে বুধবার বেলার দিকে জলপাইগুড়ি বিএসএনএল দফতরের সামনে তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের সদস্যরা প্রবল বিক্ষোভ দেখান তৃণমূল শ্রমিক নেতা স্বপন সরকারের নেতৃত্বে।