বিগত সাত মাস ধরে ক্রমাগত ভারত ভ্রমণ করে চলেছেন সিকিমের মিলন সুব্বা
নিজস্ব সংবাদদাতা : সিকিমের মিলন সুব্বা পেশায় গৃহ শিক্ষক ভালোবাসেন দেশ-বিদেশ ঘুরে বেড়াতে। তাই ঘর বার্তা নেই এবার বেরিয়ে পড়েছেন গত আগস্ট মাস থেকে তিনি বাইরে ঘুরছেন। তিনি জানান মোট ১১ টা রাজ্য ঘোরা হয়ে গেছে। দেখি কতদূর যেতে পারি। তবে তিনি এও জানাতে ভুললেন না রাস্তার মানুষ যদি তাকে সমর্থন না করতেন, তবে তার এই ঘোড়া সফল হতো না। মানুষ তার কাছ থেকে তার কথা জেনেছে, দিনে রাতে থাকতে দিয়েছে, খাবার দাবার এমনকি টাকা-পয়সাও হাতে দিয়ে দিয়েছে। যেখানে বাজারের এই অবস্থা, শুধু ভারত নয় পৃথিবীর দুর্দশা সেখানে এতগুলো টাকা কিভাবে আমি পাই । কেউ আমাকে চেনে না জানে না, শুধুমাত্র বিশ্বাস করেই এবং ভালোবেসেই আমার হাতে টাকা তুলে দিয়েছে। এটা চরম ভালোবাস। মিলন সুব্বা আরও জানান আমি এই ঘোরা নিয়ে রীতিমতো গবেষণা করে ফেলেছি। আমি আরো কয়েকটা রাজ্য ঘুরবো, তারপরে বাড়ি ফিরে যাব। আমার বাড়িতে বাবা মা দাদা বৌদি ভাস্তা ভাস্তি অনেকেই আছে, সবাই আমাকে উৎসাহ জুগিয়েছে না হলে আমি এই জায়গা আসতে পারতাম না।এমনটাই জানালেন তিনি।
