বিনা চিকিৎসায় ক্যানসার আক্রান্ত কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠলো NRS- এ
বেস্ট কলকাতা নিউজ : বিনা চিকিৎসায় ক্যানসারে আক্রান্ত এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠল NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ১৩ বছর বয়সি ওই কিশোরী সোদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে৷ আরো অভিযোগ উঠেছে সোমবার বিকালে NRS-এ ভরতি করা হলেও মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে পর্যন্ত কোনও রকম উপযুক্ত চিকিৎসা মেলেনি বলেও৷ এমনকী, বেড থেকে পড়ে গেলেও কেউ এগিয়ে আসেনি তাকে তুলতে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
মৃত এই কিশোরীর নাম ফাল্গুনী দেবনাথ। সোদপুরের মহিষপোতা এলাকার বাসিন্দা। সে আক্রান্ত ছিল ব্লাড ক্যানসারে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর , এর আগেও এই কিশোরীর চিকিৎসা হয়েছে এই হাসপাতালেই। এদিকে তাকে প্রায় মাস দেড়েক ঠাকুরপুকুরের একটি বেসরকারি ক্যানসার হাসপাতালেও ভরতি রাখতে হয়েছিল কোরোনার জেরে লকডাউনের সময়৷ সোমবার ফের অসুস্থ বোধ করায় বিকালে তাকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে এমার্জেন্সি অবজ়ারভেশন ওয়ার্ডের বেডে রাখা হয় মহিলা মেডিসিন বিভাগে কোনও বেড ফাঁকা না থাকায়।