বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র মাঝ আকাশে, এক হুলুস্থূল কান্ড কলকাতা বিমানবন্দরে
বেস্ট কলকাতা নিউজ : মাঝ আকাশে বিমান। হঠাৎ পাইলট সংকেত পেলেন, বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র দিয়ে জ্বালানি পড়ছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করলেন পাইলট। জরুরি অবস্থা জারি করা হল বিমানবন্দরে। জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করালেন পাইলট। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে।
জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিমান হংকং থেকে দিল্লি যাচ্ছিল। সকাল নটার সময় হংকং থেকে ২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ঘড়ির কাঁটায় ১০টা ১৮ মিনিটে যখন বিমানটি কলকাতার আকাশে, সেই সময় ককপিটে সংকেত আসে, বিমানের ডানদিকে ইঞ্জিনের ডানায় ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে জ্বালানি পড়ে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট। জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। সেই মতো কলকাতা এটিসি জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি দেয়। কলকাতা বিমানবন্দরে তৎপরতা শুরু হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করে সমস্ত জরুরি পরিষেবা মোতায়েন করা হয়। তার মধ্যে রয়েছে দমকল, অ্যাম্বুল্যান্স। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সুরক্ষার সহিত পাইলট কলকাতা বিমানবন্দরে অবতরণ করান বিমানটি। বিমানে ২৩১ জন যাত্রী ছাড়াও কেবিন ক্রু, পাইলট ও কোপাইলট সহ ২৪২ জন ছিলেন।