কৃষিমন্ত্রী শোভনদেব হিমঘর মালিকদের দুষলেন আলুর আকাশছোঁয়া দামবৃদ্ধিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মূলত আলুই হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের হেঁসেলের অন্যতম উপকরণ। আলু ছাড়া অচল পরিবার। বাজারে আগুন লেগেছে সেই আলুতে । এই অবস্থায় খোদ মন্ত্রী জানিয়ে দিলেন, আলুর দাম কমার কোনও সম্ভাবনা নেই আগামী ১৫ দিনের মধ্যে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা জানিয়ে বলেন, মন্ত্রী হিসেবে আপ্রাণ চেষ্টা করছি আলুর দাম কমানোর । যদি দাম কমানোর ক্ষেত্রে যথার্থ ভূমিকা নিতে না পারি, তারপর দাবি জানাব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের।

শোভনদেব চট্টোপাধ্যায় এও জানান, নিশ্চয়ই আলুর দাম কমবে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে । গত দু’বছরের তুলনায় এ রাজ্যে আলুর ফলন ভালো হয়েছে। ১৩০ লক্ষ টন আলু উৎপাদন হয়েছে। কেন আলুর দাম বাড়ছে, এক্ষেত্রে কৃষিমন্ত্রীর যুক্তি – হিমঘরে আলূ রাখতে হয় নির্দিষ্ট সময় মেনে। দাম বাড়ছে হিমঘর থেকে আলু না বের হওয়ার ফলেই। হিমঘর মালিকদের সঙ্গে কথা চলছে।রাজ্যে গত বছরের তুলনায় এবছরের ফলন ভাল হওয়া সত্ত্বেও এ রাজ্যে আলু ঢুকছে উত্তরপ্রদেশ থেকে। তার পরেও এটা কেন হচ্ছে কৃষিমন্ত্রীর কাছে তার কোন ব্যাখ্যা নেই। তবে তাঁর দাবি আলু চাষিরা ভালো দাম পেয়েছেন বলেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *