বিরোধীদের কোনও মতামত নেই অর্থনীতি সম্পর্কে, চিদম্বরমের তোপ বাজেট অধিবেশনের শুরুতেই
বেস্ট কলকাতা নিউজ : আজই সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন 2022-23 অর্থবর্ষের জন্য ৷ কেন্দ্র ববষেশে কী দাওয়াই দেয় ক্রমশ রুগ্ন হতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে , আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর দেশবাসী ৷ বেশ কয়েকবছর ধরেই বারবার কংগ্রেস-সহ বিরোধী দলগুলি সরকারকে কোনঠাসা করেছে অর্থনীতির প্রসঙ্গে৷ কিন্তু উলটপুরাণ বাজেটের কয়েক ঘণ্টা আগেই৷ ‘‘ভারতে কোনও বিরোধী দল নেই ৷ যদি থেকেও থাকে, তাদের কোনও মতামত নেই অর্থনীতি সম্পর্কে।’’ পার্লামেন্টের উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ হওয়ার পর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এভাবেই বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন ।
চার্লস ডিকেন্সের উপন্যাস ‘এ টেল অফ টু সিটিস’ থেকে অংশ উদ্ধৃত করে চিদম্বরম এও লেখেন, ‘‘এটি সেরা সময় ছিল, এটি ছিল সবচেয়ে খারাপ সময় ।’’ বাজেট অধিবেশনের প্রথম দিনের শেষে তিনি আরও বলেন 31 মার্চ, 2022-এ জিডিপি একই স্তরে থাকবে 31 মার্চ, 2020-এর মতো । বিরোধীদের পাশাপাশি সরকারকে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ‘‘আমরা 31 মার্চ, 2020-তে যেখানে ছিলাম, দু’বছর সময় লাগল সেখানে ফিরে যেতে ।’’
উল্লেখ্য, গত বছরের মতো কাগজ ব্যবহার করা হয়নি 2022 বাজেটে। 2021 থেকে শুরু হয়েছে এই পরিবর্তন। নির্মলা সীতারমন ট্যাবলেট নিয়ে সংসদে এসে বাজেট পেশ করেছিলেন চিরাচরিত লেজার বা বই-খাতার পরিবর্তে । গত বছর রেকর্ড গড়েছিল অর্থমন্ত্রীর বাজেট ভাষণ। এখনও পর্যন্ত এত দীর্ঘ বক্তৃতা কেউ দেননি ভারতের সংসদীয় ইতিহাসে। তিনি বাজেট পেশ করেছিলেন 2 ঘণ্টা 40 মিনিট ধরে৷