বিহারের পর এবার ঝাড়খণ্ড, রাঁচির লজ থেকে গ্রেফতার হল ২ ISIS জঙ্গি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রেফতার সন্দেহভাজন আইএসআইএস (ISIS) জঙ্গি! যৌথ অভিযান চালিয়ে বুধবার ঝাড়খণ্ডের একটি লজ থেকে তাকে গ্রেফতার করলেন দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খণ্ড এটিএসের আধিকারিকরা ৷ ধৃতের নাম আসহার দানিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে বোকারো জেলার পেতওয়ার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে এই লজে ঘর ভাড়া নিয়ে থাকছিল ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রাঁচির লোয়ার বাজার থানার অন্তর্গত ইসলামনগর এলাকার এই লজে যৌথভাবে অভিযান চালায় দিল্লি পুলিশ এবং ঝাড়খণ্ড পুলিশ ৷ অভিযান চলাকালীন আসহারকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের কাছ থেকে এদিন একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয় ৷

পুলিশ জানিয়েছে, আইসিসের পাশাপাশি আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে আসহারের যোগ থাকার সম্ভাবনা রয়েছে ৷ দিল্লির একটি মামলায় তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ ৷ লজের ঘর থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা ৷ গ্রেফতারির পর ধৃত আসহারকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ৷ লজের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ ঝাড়খণ্ড কিংবা দেশের অন্য কোনও রাজ্যে জঙ্গি হামলার কোনও পরিকল্পনা ছিল কি না, তা জানতে আসহারকে টানা জেরা করা হচ্ছে ৷

এদিকে, অভিযান চালিয়ে আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ ধৃতের নাম আফতাব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসহারের মতো সেও আইসিসের সঙ্গে যুক্ত ৷ এরা দু’জনেই জঙ্গি সংগঠনের এজেন্ট হিসেবে কাজ করত ৷ দীর্ঘদিন ধরে তারা পুলিশের ওয়ান্টড লিস্টেও ছিল ৷ তাদের গতিবিধির উপরও কড়া নজর রাখা হচ্ছিল ৷ অবশেষে তাদের গ্রেফতার করলেন তদন্তকারী আধিকারিকরা ৷ তদন্তকারীদের একাংশের অনুমান, জঙ্গি কার্যকলাপের এই জাল দিল্লি এবং ঝাড়খণ্ড ছাড়িয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়েছে ৷ এমনকি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দেশের একাধিক রাজ্যে তাঁরা অভিযানও চালিয়েছেন ৷ অভিযানে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ জঙ্গি কার্যকলাপের এই জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *