বেলাকোপাতে রেশনের সামগ্রী পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করলো পুলিশ
নিজস্ব সংবাদদাতা : রাতের অন্ধকারে চলছিল রেশনের সামগ্রী পাচার। অভিযান চালিয়ে সেই পাচার রুখে দিল পুলিশ । উদ্ধার করা হল প্রচুর পরিমাণে চাল এবং আটা । জলপাইগুড়ির বেলাকোপাতে ঘটনাটি ঘটেছে । বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ । সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের । সেই গাড়িতে ছিল প্রচুর পরিমাণ চাল এবং আটার প্যাকেট ।

প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিল তাতে । সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ । গাড়িতে থাকা দু’জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।পুলিশ সূত্রে জানা গিয়েছে , উদ্ধার হওয়া সামগ্রী গুলি রেশনের । রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিল সে সব । পরে তা খোলা বাজারে এমনকি বিক্রিও করা হতো । এই পাচারের সঙ্গে আর কারা যুক্ত তাও এদিন খতিয়ে দেখে পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগ, রেশনের সামগ্রী কমে আসছিল, বারবার অভিযোগ করেও কোন ফলাফল হচ্ছিল না। রাতের অন্ধকারে এই রেশন সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত বলেও এদিন স্থানীয় মানুষজন জানান।