ব্যাপক দুর্নীতি চলছে পুরসভাতে, এই দাবিতে পুরসভা ঘেরাও করল জেলা বামফ্রন্ট নেতৃত্ব
শিলিগুড়ি : ব্যাপক দুর্নীতি চলছে পুরসভাতে, এই দাবিতে ঘেরাও করলো শিলিগুড়ি কর্পোরেশন ঘেরাও করলো দার্জিলিং জেলা বামফ্রন্ট। দার্জিলিং জেলা বামফ্রন্ট সভাপতি জীবেশ সরকার এদিন জানান , মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল তৃণমূলকে, আর তৃণমূল ওই বিশ্বাস নষ্ট করে দিয়েছে। এই দলের আর পুরসভা চালানোর কোন অধিকার নেই। আমরা দাবি করছি এখনই তৃণমূলকে সরিয়ে দেওয়া হোক । অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এদিন সিপিএমের মিছিল শুরু হয়, এবং তা শেষ হয় কর্পোরেশনের বাইরে এসে।

এদিকে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জানান, অনেক হয়েছে তৃণমূলের আর নয়, এত দুর্নীতি চোখে দেখা যায় না। মানুষ বুঝতে পারছে কিভাবে মানুষকে ক্রমশ ঠকিয়ে চলছে তৃণমূল। কেলেঙ্কারির উপর কেলেঙ্কারি করে তৃণমূলের নেতারা আজকে সরকার চালাচ্ছেন। আর কষ্ট ভোগ করছেন মানুষ। তাই আমরা আজ পুরসভা অভিযান করলাম। অবিলম্বে তৃণমূল কংগ্রেস করপোরেশনের দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিক। আর মানুষ বেঁচে যাবে। এদিন সিপিএমের এই ধরনায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিএমের পুরুষ এবং মহিলা কর্মীরাও। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বও ।

