ভাড়াটিয়াদের চরম অকথ্য ভাষায় গালিগালাজ, অবশেষে দুই মহিলাকে আটক করল পুলিশ
শিলিগুড়ি : ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য আজকে শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডে দুই মহিলাকে আটক করলো শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। খবর ভাড়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, ঠিক সময় ভাড়া দিচ্ছিলেন না তার ভাড়াটিয়া অভিযোগ ওই দুই মহিলার। সেই কারণে ওই ভাড়াটিয়া ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি করেন ওই দুই মহিলা। ওই দুই মহিলার বদনাম আছে মানুষের সাথে দুর ব্যবহারের জন্য। এই অভিযোগ করেন পাড়া-প্রতিবেশীরা। তারা এও জানিয়েছেন একেবারেই মিল নেই কারো সাথে, তাদের সাথে কেউ মেসেনা। আজকে সকালে ভাড়া দিতে দেরি হওয়ার কারণে ওই সব ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালাগালি করেন ওই দুই মহিলা। খবর যায় ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহার কাছে।

তিনি এসেও সমস্যা মেটাতে পারেননি। অবশেষে খবর যায় পুলিশে, শেষমেশ পুলিশ এসে সব কথা শুনে এবং দুপক্ষের কথা শুনে দুজনকে আটক করে। জানা গেছে ভাড়া নিয়ে সমস্যা চলছিল, ভাড়া দিতে দেরি হচ্ছিল, এই কারণেই এই সমস্যা। এদিকে কাউন্সিলর মিলি সিনহা এদিন জানান , পুলিশ এসে দু’জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। দেখছি ব্যাপারটা কি ফয়সালা করা যায়।