‘ভূতে ধরেছে’, এই অভিযোগে চরম অমানবিক অত্যাচার কালনায় যুবকের উপর, পলাতক অভিযুক্ত ওঝা
বেস্ট কলকাতা নিউজ : এক যুবককে ‘ভূতে ধরেছে’ বলে তার হাত পা বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়ার ছবি ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । চরম অমানবিক ঘটনাটি ঘটেছে কালনা থানার তালা গ্রামে। এদিকে ঘটনার পর থেকে এলাকা ছাড়া ওই ওঝা । এমনকি মুখে কুলুপ যুবকের পরিবারের লোকজনেরও । জানা গেছে কালনা থানার বৈদ্যপুর পঞ্চায়েতের তালা গ্রামের ক্ষেত্রপাল পাড়ায় এক যুবকের মানসিক অস্থিরতা দূর করতে পরিবারের লোকেরা তাকে এক ওঝার কাছে নিয়ে যায়। ওই মহিলা ওঝা যুবককে দেখে জানায়, তাকে ‘ভূতে ধরেছে’। পরিবারের কোনও মৃত সদস্যের পিণ্ড না দেওয়ায় সে ভূত হয়ে ওর ঘাড়ে চেপেছে। এরপরই যুবকের হাত পা বেঁধে খালি গায়ে জল ছিটিয়ে ও আগুনের ছেঁকা দিয়ে চলে ওঝার অত্যাচার।

প্রকাশ্যে ও ঘরে ঢুকিয়ে দীর্ঘক্ষণ ধরে তার উপর চলে ওঝার কেরামতি। যুবকের আর্ত চিৎকারেও কর্ণপাত করেনি ওঝা। যুবকের পরিবারও তাদের ছেলের উপর অত্যাচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মাঝে মাঝে যুবক নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও কেউ এগিয়ে আসেনি। এই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ওঝা এলাকা ছাড়ে। ঘটনার পর যুবকের পরিবারের লোকেরা যেমন মুখে কুলুপ এঁটেছেন, তেমনি এলাকার বাসিন্দারাও কেউ কিছু বলতে নারাজ। মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, ব্লক ও পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হয়েছে। এলাকায় সচেতনতার প্রচার চালানো হবে।

