ভেঙেছে রাস্তা, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগও , পুরুলিয়ায় নষ্ট হল লক্ষ লক্ষ টাকার মজুদ চাল-ডাল
বেস্ট কলকাতা নিউজ : প্রবল বর্ষণে রাস্তা ভেঙে বিচ্ছিন্ন ঝালদার চুনাভাটি সহ একাধিক ওয়ার্ড। জলে ডুবে নষ্ট ICDS–এর গুদামে থাকা লক্ষ লক্ষ টাকার চাল-ডাল। ঝালদা পুরসভার ২, ৩, ৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় প্রবল বর্ষণে একেবারে বিপর্যস্ত। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে পাহাড়ি স্রোত ও ঝালদা শহরের হাইড্রেনের জল মিলেমিশে এলাকায় তৈরি হয়েছে জলোচ্ছ্বাস। এই বৃষ্টির জেরে ভেঙে পড়েছে রাস্তা ও বৈদ্যুতিক খুঁটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ অংশের, ফলে কয়েকটি পরিবার চরম হয়রানির শিকার। ডুবে গিয়েছে যানবাহন। ভেঙে পড়েছে দেওয়াল। ক্ষতিগ্রস্ত টোটো।

এলাকার ICDS গুদামে জল ঢুকে চাল-ডাল সহ কয়েক লক্ষ টাকার খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্টোরকিপার মন্টু সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালদা পুরসভার উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার ও ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু। উপ পুরপ্রধান বলেন, “বিপর্যয় মোকাবিলা দল ও দমকল কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”তবে স্থানীয় বেসরকারি স্কুলের কর্ণধার গৌতম চক্রবর্তী বলেন, “প্রকৃতিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিয়ম না মেনে বাড়ি তৈরি করি না, নদী-নালা দখল করি, ফলে জলের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। এই বিপর্যয়ের দায় আমাদেরও।”