ভয়াবহ বিস্ফোরণ ঘটলো সল্টলেকের নয়াপট্টির ডাস্টবিনে, গুরুতর আহত ২ শিশু
বেস্ট কলকাতা নিউজ : ভয়াবহ বিস্ফোরণ ঘটলো সল্টলেকের নয়াপট্টির এক ডাস্টবিনে। এই ঘটনায় আহত হয় ২ শিশু। বিধাননগর মহকুমা হাসপাতালে তারা বর্তমানে চিকিৎসাধীন। বিস্ফোরণস্থলে আসেন পুলিস এবং ফরেনসিক টিমও ।এমনকি সেখানে যান মন্ত্রী সুজিত বসুও। চরম আতঙ্কে এলকাকার বাসিন্দারাও। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ। দুই শিশু গুরুতর আহত হয় খেলতে খেলতে ওই ডাস্টবিনের সামনে চলে যাওয়ায়। আহতরা হল বুবাই দাস, বয়স ১১ এবং লোকেশ সরকার, বয়স ৯। বিস্ফোরণের আওয়াজ পেয়ে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই দুই শিশুকে। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে । সেখানেই তাঁদের চিকিৎসা হয়। ঘটনায় ত্রস্ত এলাকাবাসী। তাঁরা একরকম হতবম্ভ হয়ে পড়ে বিস্ফোরণের তীব্রতায় ।
এলাকাবাসীর আরও অভিযোগ, ওই ডাস্টবিন বসানো হয়েছিল ইকো-ফ্রেন্ডলি ভ্যাট হবে বলে । কিন্তু ২০১৮ থেকে পরিষ্কার হয় না সেই ভ্যাট। কোনও লাভ হয়নি স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটরকে বলেও। দীর্ঘদিন ভ্যাট সাফাই হয় না। এলাকায় বসে মদ-জুয়া-গাঁজার আসরও। পুলিস কোনও পদক্ষেপ নেয়নি অভিযোগ জানালেও। ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু। তিনি জানান সকলের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিস ছোট খোট ব্যাটারির নমুনা সংগ্রহ করেছে।সামনেই বিধাননগর নির্বাচন। সেই নির্বাচনে অশান্তি পাকাতে ওই এলাকায় বোমা মজুত করা হচ্ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।