মেয়র ফিরহাদ হাকিম একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করলেন করোনা প্রতিরোধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম একরকম উদ্বিগ্ন করোনা-ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এনিয়ে বৈঠক হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে। আগামী দিনে কলকাতা পুরসভা শহর কলকাতাতে করোনা সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ পদক্ষেপ করার পথে হাটতে চলেছে ।

মেয়র ফিরহাদ হাকিম এও জানিয়েছেন, শীঘ্রই শহর কলকাতার জনবহুল এলাকাগুলিতে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করা হবে লাগাতার মাইকিংয়ের মাধ্যমে। বাধ্যতামূলক করা হবে এমনকি মাস্ক, স্যানিটাইজারের ব্যবহারও। এছাড়াও পদক্ষেপ করা হচ্ছে ভিড় এড়িয়ে চলা এবং বড় জমায়েত যাতে না করা হয় সে বিষয়টি নিয়েও। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে তা যাতে লাফিয়ে লাফিয়ে না বাড়ে সেদিকে খেয়াল রেখে শুরু করা হবে কনটেইনমেন্ট জোন থেকে শুরু করে সেফ হোম করার প্রক্রিয়াও। শরীরে জ্বর-সহ কোনও রকম উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ কলকাতা পুরসভার অন্তর্গত যে কোনও বোরো হেলথ সেন্টারে খবর দিলে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হবে। আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ হলে যদি কোনও আক্রান্ত সিমটোমেটিক হন ও অসুস্থ বোধ করেন তবে তাঁকে কলকাতা পুরসভা আইডি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবে। এককথায় কলকাতা পুরসভা কঠোর পদক্ষেপ করতে চলেছে ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *