মধ্যমগ্রামের যুবকের দেহ উদ্ধার তালসারির সমুদ্র থেকে, এখনও হদিশ মেলেনি অপরজনেরও
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে নিখোঁজ এক পর্যটকের দেহ উদ্ধার হল তালসারির সমুদ্রে তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই। জানা গেছে মৃতের নাম অভ্রদীপ আচার্য। অপরজনের কোনো হদিশ মেলেনি এখনও পর্যন্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।মধ্যমগ্রাম থেকে ৮ জনের একটি দল দিঘা গিয়েছিলেন ‘গুলাব’ চোখরাঙাচ্ছে জেনেও। রবিবার দুপুরে তাঁরা সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ওড়িশার তালসারির সৈকতে গিয়ে। সেখানেই ঘটে যায় চরম বিপদ। অভ্রদীপ আর্চায ও দিবস সিং নামে দুই যুবক নিখোঁজ হয়ে যান সমুদ্রের জলের তোড়ে ভেসে গিয়ে। ওড়িশার উপকূল এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে। অবশেষে রবিবার সকালে সমুদ্র থেকে অভ্রদীপের দেহ উদ্ধার হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কোনও হদিশ পাওয়া যায়নি দিবস সিংয়ের।
উল্লেখ্য, ইতিমধ্যেই ‘গুলাব’ তার শক্তি হারিয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, সোমবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায়। পরে নিম্নচাপের আকার ধারণ করে তা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মঙ্গলবার ঝাড়খণ্ডের দিকে এগোবে পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে। যার জেরে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি মঙ্গলবার থেকেই। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনকি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দিঘায় থাকা পর্যটকদেরও।