মধ্যরাতে সার্জিকাল স্ট্রাইক করলো ভারত, গোটা দেশের সাথে খুশির হাওয়া শহর শিলিগুড়িতেও
শিলিগুড়ি : মধ্যরাতে স্ট্রাইক, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের একের পর এক সন্ত্রাসবাদী ঘাঁটি। তাই খুশিতে উজ্জ্বল দেশবাসী। অন্যান্য জায়গার মতো তাই শিলিগুড়িতেও এদিন জাতীয় পতাকা নিয়ে বিশাল মিছিল বের করল ভারতীয় জনতা পার্টি, সাথে যোগ দিলেন সাধারণ মানুষ। ব্যান্ড পার্টি বাজিয়ে জাতীয় সংগীতের স্লোগান দিয়ে ভারতের বীর সৈনিকদের যোগ্য সম্মান দিলেন মানুষ। শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় আজকেই উৎসব চলল সারাদিন ধরে। সন্ধ্যায় ভেনাস মোড়ে মহিলারা দেশের নামে জয়ধ্বনি দিলেন।

এদিন অনেকেই জানান পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হল। একের পর এক সন্ত্রাসবাদি হামলা যখন দেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছিল, তখন আজ সকালে ভারতের বিধ্বংসী জবাব অনেকটাই সাহস এবং জোর এনে দিল ভারতবাসীর মনে। এদিন সন্ধ্যায় ভেনাস মোড়ে দেখা গেল সেই দৃশ্য। জাতীয় পতাকা নিয়ে মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছেন। ভারতের জয়গান করতে করতে।