মনস্কামনা কালীমন্দিরে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মায়ের কাছে করলেন বিশেষ প্রার্থনাও
শিলিগুড়ি : মনস্কামনা কালী মন্দিরে মনস্কামনা পৌঁছে মেয়র গৌতম দেব প্রার্থনা করলেন মায়ের কাছে।এদিন তার সাথে ছিলেন কাউন্সিলর কুন্তল রায়। মেয়র এদিন জানান আমাদের সবার মায়ের কাছে প্রার্থনা করা উচিত। মা আমাদের আশীর্বাদ করলে আমাদের সমস্ত বিপদ কেটে যাবে। আমি নিজে মায়ের কাছে এসে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি। যাতে মা আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। মেয়র এদিন আরো জানান মানুষের পাশে দাঁড়াতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আমাদের নির্দেশ দেন। আর আমরা সেই নির্দেশ সব সময় পালন করে থাকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের জন্য চিন্তা করেন। আর তাই তিনি তারজন্য ৬৫ টি প্রকল্প চালু করেছেন। আমাদের কর্তব্য সবকিছু ঠিকঠাক চলছে কিনা সেটাও দেখা।


