ময়নাগুড়ি শহরের মিষ্টির দোকানের কর্মচারী পেলেন এক কোটি টাকা
ময়নাগুড়ি : মিষ্টির দোকানের কর্মচারী বিপিন রায় ডিয়ার লটারি কেটে পেলেন এক কোটি টাকা। বিপিন রায় জানান একটি লটারি দোকানের কাউন্টার থেকে ৩০ টাকা দিয়ে লটারি কিনেছিলেন। তিনি যে খুব একটা লটারি কাটেন সেটা বলা যায় না। ওই মাঝে মাঝে লটারি কাটি। বুঝতেই পারেনি ভগবান আমাকে এতখানি আশীর্বাদ করবেন। সামান্য মিষ্টি দোকানের কর্মচারী আমি, পরিশ্রম করে যে কটা টাকা হাতে পাই সেটা দিয়েই সংসার চলে। এতটা আমি আশাই করিনি, জানালেন বিপিন রায়। কি করবেন এই টাকা দিয়ে ? ঘরবাড়ি ঠিক করব । ছেলেমেয়েদের ভালোমতো মানুষ করব। আর ভবিষ্যতের জন্য টাকা রেখে দেব। একটু ভালোভাবে থাকতে চাই , একটু ভালোভাবে পরিবারের সাথে সময় কাটাতে চাই।

এদিকে তিনি লটারি পেয়েছেন, এটা জানাজানি হতেই চারিদিক থেকে মানুষ এসে ভিড় করেন তার বাড়িতে। সবাইকে মিষ্টি খাওয়াতে হবে এই আবদার ছিল সকলের। বিপিন রায় আরো জানালেন আমাদের কাছে এই টাকা পাওয়া প্রচন্ড ভাগ্যের ব্যাপার। নিশ্চয়ই কোন ভাল কাজ করেছিলাম তাই ভগবান আশীর্বাদ করেছেন। তবে একটু শান্তিতে থাকতে চাই, জানালেন বিপিন রায়।