অবশেষে দেশের প্রথম ওমিক্রণ আক্রান্ত ব্যক্তি বাড়ি ফিরলেন সুস্থ হয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত হওয়া ৩৩ বছর বয়সী সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশেষে বাড়ি ফিরলেন সুস্থ হয়ে। বর্তমানে তার রিপোর্ট নেগেটিভ এসেছে চিকিৎসার পর। দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন মহারাষ্ট্রের এই ব্যক্তি। সম্প্রতি নেগেটিভ এসেছে তাঁর করোনা রিপোর্টও। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি হাসপাতাল থেকেও। তবে মহারাষ্ট্র সরকারের নির্দেশ এই মুহূর্তে তাকে হোম করেন্টিনে থাকতে হবে সাতদিনের জন্য।

এদিকে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণও। একদিনে প্রায় সাড়ে ৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ল এমনকি করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাড়িয়ে এদিকে খানিকটা বেড়েছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ৯ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

অপরদিকে কেরলের কেয়ার হাসপাতালের অধ্যক্ষ পদ্মাভ সেনয় দাবি করেছেন, ভারতে অতটা পড়বে না ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব। ইউরোপীয় দেশগুলিতে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভারতের সিংহভাগ মানুষই একবার করোনায় আক্রান্ত হয়েছেন, না হয় করোনার টিকা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *