মহানন্দা নদীর তীরে পাওয়া গেল এক সদ্যোজাত কন্যার মৃতদেহ, এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা : মহানন্দা নদীর তীরে এক সদ্যোজাত কন্যার মৃতদেহকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো এলাকায় । সন্ধ্যাবেলা প্লাস্টিকের মোড়া একটি ব্যাগ দেখতে পেয়ে ওখানকারি এক স্থানীয় বাসিন্দার সন্দেহ হয়। তিনি তার স্ত্রীকে নিয়ে এসে ওই ব্যাগটি খুলে দেখেন একটি সদ্যোজাত কন্যার মৃতদেহ। তিনি সঙ্গে সঙ্গে এলাকার মানুষ জনকে ডাকেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে ওই সদ্যোজাত কন্যার মৃতদেহটি উদ্ধার করে। এলাকার মানুষজনের অনুমান কন্যা সন্তান হওয়ার কারণে ওই সন্তানকে ফেলে দিয়ে পালিয়েছে ওর বাবা-মা। খুব সম্ভবত ঠান্ডা জন্য ওই কন্যা সন্তানটির এই পরিণতি বলে জানিয়েছে তারা। আপাতত ওই এলাকাটি ঘিরে রাখেপুলিশ।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)