মহালয়ার পুণ্য লগ্নে পিতৃ তর্পন ও মৃন্ময়ী মায়ের চক্ষুদান করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : মহালয়ার পুণ্য লগ্ন। এদিন মূলত পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। মহালয়ার এই পুণ্য লগ্নের ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এরপর কুমোরটুলিতে গিয়ে মৃন্ময়ী মায়ের চক্ষুদান করেন তিনি। প্রতিবছরের মত এবছরও মহালয়ার ভোরে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করেন বহু মানুষ। ভিড়ও ছিল চোখে পড়ার মত।শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষও এদিন আসেন মহানন্দার ঘাটে।
এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করে কুমোরটুলিতে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এরপর সেখানে মৃন্ময়ী মায়ের চক্ষুদান করেন তিনি। এদিন তিনি জানান আজকে আমার কাছে একটা অন্যতম স্মরণীয় দিন। আজকে মায়ের চক্ষু দান করলাম। মায়ের কাছে আশীর্বাদ চাইলাম , যেন মানুষের সাথে মানুষের পাশে থাকতে পারি। আমি শুধু একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই বলেও এদিন জানান ডেপুটি রঞ্জন সরকার। তিনি আরও জানান আজকের পর থেকে দুর্গাপূজার বাকি আর কিছুদিন। আমাদের থেকে দূরে নেই, মায়ের আশীর্বাদও। এই বছর সবাই ভালো থাকুক এই প্রার্থনাই করি। তিনি এও বলেন আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি । মায়ের চক্ষু দান করার সুযোগ পেলাম, আমি কখনো ভুলব না আজকের দিনটি।