মাত্র ১ ,৪৯০ টাকায় আপেল AirPodsPro মিলছে ₹১৯ ,৫০০ ছাড়ের পর, দুরন্ত ছাড় পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট সেলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : AirPods Pro-র দাম প্রাথমিক কিছু ছাড়ের পর 20,990 টাকায় দাঁড়িয়েছে বর্ষশেষে Flipkart-এর এই সেলে। এখন কারও কাছে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে তারা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন EMI ট্রান্জ়াকশনে। এছাড়া আর কী ছাড় রয়েছে?

এই মুহূর্তে বাজারে আর কী আছে Apple Airpod-এর থেকে ভাল ট্রু ওয়্যারলেস ইয়ারবাড! সম্ভবত একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে উত্তরটা খুঁজতে গেলে। কিন্তু তার যা আকাশছোঁয়া দাম, তা ছাপোষা মধ্যবিত্তের নাগালের বাইরে । সেই কারণেই তো মানুষ এখন সন্ধান করে থাকেন Airpod-এর বিকল্পের , যার রেঞ্জ সুবিস্তৃত। এখন প্রায় সস্তার TWS Earbud রয়েছে প্রত্যেক ইলেকট্রনিক্স কোম্পানির ঝুলিতেই। কিন্তু তার সঙ্গে Airpod-এর কি আর তুলনা চলে। সেই Apple Airpod-ই এবার এক্কেবারে জলের দরে আপনার কাছে হাজির হয়েছে, সৌজন্যে Flipkart Year End Sale।

উল্লেখ্য 2016 সালে iPhone 7-এর সঙ্গে প্রথম Airpod নিয়ে আসে অ্যাপল। তারপর থেকে কুপার্টিনোর টেক জায়ান্টটি বাজারে একাধিক প্রজন্মের এয়ারপড নিয়ে এসেছে। যুক্ত হয়েছে ওয়্যারলেস চার্জিং থেকে শুরু করে আরও উন্নত ব্যাটারি সহ একাধিক ফিচার। খুব সম্প্রতি Apple তার AirPods Pro 2 লঞ্চ করেছে এবং প্রথম প্রজন্মের AirPods Pro-র জন্যও MagSafe চার্জিংয়ের মতো প্রযুক্তি যোগ করেছে। তবে AirPods Pro 2 লঞ্চ করে গেলেও ক্রেতাদের কাছে AirPods Pro আজও বিপুল ভাবে সমাদৃত। তার কারণ হল, তাদের ফিচার ও স্পেসিফিকেশনে অনেক কিছু যুক্ত হলেও দামের বেশ কিছুটা ফারাক রয়েছে।

বর্ষশেষে ফ্লিপকার্টের এই সেলে AirPods Pro-র দাম প্রাথমিক কিছু ছাড়ের পর ২০ ,৯৯০ টাকা। এখন কারও কাছে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI ট্রান্জ়াকশনে তারা 10% পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কারও কাছে আবার যদি ব্যাঙ্ক অফ বরোদার কার্ড থাকে, তাহলে তাঁরা পেয়ে যাবেন ২ ,০০০ টাকা ছাড়। মনে রাখতে হবে, চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত আপনি পাবেন ফ্লিপকার্টের এই অফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *