মাথার ওপরেই অপেক্ষা করছিলো চরম বিপদ, শ্রমিকরা কয়লায় চাপা পড়ল চুল্লি ভেঙে পড়ে
বেস্ট কলকাতা নিউজ : এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেলো সিমেন্ট কারখানায়। ভেঙে পড়ল চুল্লি। ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। এমনকি চলে শ্রমিকদের উদ্ধার কাজও। তবে হতাহতের কোনও খবর মেলেনি এই ঘটনায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড়ে। সেখানে একটি নামকরা সিমেন্ট ফ্যাক্টরিতে ঘটে এই চরম বিপত্তি। এদিকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি কয়লা চুল্লি ভেঙে পড়ে ওই কারখানার। সেই সময় কারখানায় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। এদিকে চুল্লি ভেঙে পড়তেই কয়লার নীচে চাপা পড়ে যান তারা। এদিকে দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই ছুটে আসে পুলিশ। দমকল ও উদ্ধারকারী বাহিনীও আসে ঘটনাস্থলে। আর্থমুভার মেশিনও আনা হয় কয়লা সরানোর জন্য। কয়লার নীচে বেশ কয়েকজন শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনাও রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। এদিকে, কয়লা চুল্লি ভেঙে পড়ার ঘটনায় কারখানার গেটের সামনেই প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। কারখানার ম্যানেজমেন্টকেই তারা দোষারোপ করেন এত বড় বিপত্তির জন্য। অভিযোগ, ওই চুল্লির রক্ষণাবেক্ষণ হত না। কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করা হয়েছিল। তারপরও তারা গুরুত্ব দেননি। অবহেলার কারণেই ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা।