মাসের প্রথম দিন ভ্যাপসা গরমে শুনশান হল শহর শিলিগুড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : একে ভোট চলে গেছে এর উপরে একেবারে ভ্যাপসা গরমে একেবারেই জনমাধবশূন্য শহর শিলিগুড়ি। রাস্তায় একেবারেই লোক নেই।আজকে পয়লা মের দিনটিতে রাস্তায় লোক একেবারেই নেই। এর উপরে চড়া রোদে একেবারেই বের হচ্ছেন না সাধারন মানুষ। এর উপরে গরমে অসুস্থ হবার আতঙ্ক তো আছেই। তাই প্রচণ্ড কাজ না থাকলে সকালে রাস্তায় দেখাই যাচ্ছেন না সাধারন মানুষকে। শিলিগুড়িতে অন্যান্য জায়গার মতন না হলেও তাপমাত্রা ঘোরাফেরা করছে সাইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে। তবে এই টুকুতেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির মানুষের মনে।

এদিকে গরমে খাওয়া দাওয়া সীমার মধ্যে রাখতে চেষ্টা করছেন মানুষ। তাই বাইরে খাবার ইচ্ছে থাকলেও গরমের কারনে একেবারেই উপায় নেই। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও গরম বেড়েছে অনেকটাই। একেবারেই বাড়ির থেকে বের হতে চাইছেন না সাধারন মানুষ। জলপাইগুড়িতেও তাপমাত্রা বেড়ে উনচল্লিশ ডিগ্রীর কাছাকাছি ছাড়িয়েছে। আপাতত রোদের হাত থেকে নিজেদের বাচাতে সন্ধ্যাই ভরসা সাধারন মানুষের কাছে। কারন সেই সময় তাপমাত্রা অনেকটাই কমে আসে বলছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *