মায়ের কোটি টাকার গয়না চুরির মিথ্যা গল্প ফেঁদে অবশেষে পুলিশের জালে ধরা পড়লো ১ মহিলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোটি টাকারও বেশি মূল্যের পারিবারিক গয়না চুরির গল্প ফেঁদে পুলিশের জালে ধরা পড়লেন এক মহিলা ৷ গয়না চুরির মিথ্যে গল্প ফাঁদতে গিয়ে কার্যত পুলিশের জেরায় নাস্তানাবুদ হয়ে সত্য স্বীকার করে নেন অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর শহরে ৷ বহরমপুরের ডিসিপি সুশান্ত রাজবংশী সংবাদমাধ্যমকে বলেন, “এই ঘটনায় তদন্ত করে আমরা সব গয়না উদ্ধার করেছি ৷ পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে ৷” জানা গেছে বহরমপুর শহরের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই মহিলার নাম গায়ত্রী বোস ৷ তিনি গত ৩ অক্টোবর বহরমপুর থানায় গয়না চুরির লিখিত অভিযোগ করেন ৷ অভিযোগে জানানো হয়, গোরাবাজার নিমতলা এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের লকার থেকে তিনি সোনার গয়না নিয়ে টোটো চেপে বাড়ির পথে রওনা দিয়েছিলেন ৷ সেই টোটোতে আরও দু’জন সহযাত্রী ছিলেন ৷

আনুমানিক দুপুর ১২ টা নাগাদ বহরমপুর জজ কোর্ট এলাকায় টোটো গাড়ির চালক ও দু’জন সহযাত্রী বলপূর্বক তাঁকে মাদকদ্রব্য দিয়ে বেহুঁশ করে এবং সোনার গয়না ছিনতাই করে চম্পট দেয় ৷ এই ঘটনার তদন্ত নেমে বহরমপুর থানার পুলিশের চক্ষু চড়কগাছ ৷ বহরমপুর শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলার বর্ণনা অনুযায়ী ওই দিনের কোনও ঘটনার সাদৃশ্য খুঁজে পায়নি বহরমপুর থানার পুলিশ ।শেষে ওই টোটো গাড়ির চালককে শনাক্ত করে পুলিশ ৷ ওই চালককে জিজ্ঞাসাবাদ করতে তিনি জানান ওইদিন গয়না চুরির কোনও ঘটনাই ঘটেনি ৷ অন্যদিকে গয়না চুরির অভিযোগকারী গায়ত্রী দেবী নানা অছিলায় বহরমপুর থানার পুলিশের সঙ্গে তদন্তে অসহযোগিতা করছিলেন ৷

পরে পুলিশ গায়ত্রী দেবীর বাড়িতে যায় ৷ এরপর তিনি বহরমপুর থানায় আসেন এবং পুলিশি জেরায় ভেঙে পড়েন ৷ তিনি স্বীকার করেন, সোনা চুরির ঘটনার সম্পূর্ণ মিথ্যা ৷ তিনি পুলিশের কাছে মিথ্যা ঘটনা বলেছিলেন ৷ ৯৬০ গ্রাম সোনার গয়না, যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি 10 লক্ষ টাকা ৷ ওই গয়না গায়ত্রী দেবীর মায়ের ৷ তিনি গয়নার ভাগ তাঁর ভাই ও বোনকে দিতে চাননি ৷ তাই গয়না করায়ত্ত করার জন্য পুলিশের কাছে মিথ্যা কথা বলেছিলেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *