মায়ের ভরণপোষণের টাকা দেয়নি ৬ মাস, অবশেষে ছেলেকে জেলে পাঠাল আদালত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক যুগান্তকারী রায় শোনালো আদালত! বৃদ্ধ মায়ের ভরণপোষণের টাকা না-দেওয়ায় ছেলেকে জেলের সাজা দিলো কেরলের কাসারাগড়ের কানহানগড় আরডিও আদালত ৷ এদিকে আইন বিশেষজ্ঞদের মতে, ২০০৭ সালের অভিভাবক ও প্রবীণ নাগরিক আইনের অধীনে এই সাজা ঘোষণা করেছে আদালত ৷ জানা গেছে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম প্রথীশ ৷ তিনি ভাদুথালাকুঝির মাদিকাই মালাপ্পাচেরির বাসিন্দা ৷ প্রতি মাসে ২ হাজার টাকা করে মায়ের কাছে পাঠানোর কথা তাঁর ৷ অথচ বিগত ৬ মাস ধরে টাকার কোনও হেলদোলই নেই তাঁর ৷ ছেলের কাছে টাকা না-পেয়ে সম্প্রিত অভিযোগ দায়ের করেন এলিয়াম্মা জোসেফ ৷ আম্বালাথারা গ্রামের চোমনকোডের বাসিন্দা এই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর ছেলেকে অবশেষে জেলের সাজা শোনায় আদালত ৷ সেই সঙ্গে আদালতের নির্দেশ বিগত ৬ মাসের বকেয়া না-দেওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে প্রথীশকে ৷ মূলত ২০০৭ সালের আইনের ধারা ৫(৮ ) এবং বিএনএসএস আইনের ধারা ১৪৪ -এর অধীনে তাঁকে এই নির্দেশ দিয়েছে আদালত ।

জানা গিয়েছে, ২০২৫ সালের ১৮ মার্চ বৃদ্ধ মাকে প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়ার জন্য প্রথীশকে নির্দেশ দেয় মেইনট্যানেন্স ট্রাইবুনাল এবং অ্যাপেলেট ট্রাইবুনাল ৷ কিন্তু, ট্রাইবুনালের সেই নির্দেশ হেলায় উড়িয়ে দেন ছেলে ৷ ভরণপোষণের জন্য় যৎসামান্য সেই টাকা না-পাওয়ায় গত ২৪ এপ্রিল ছেলের বিরুদ্ধে অগত্যা অভিযোগ জানান এলিয়াম্মা ৷ মাদাকাইয়ের স্থানীয় এক আধিকারিকের মাধ্যমে প্রথীশকে একটি নোটিশ পাঠানো হয় ৷ প্রথীশ সেই নোটিশ নিতে অস্বীকার করেন ৷ এরপর এই বিষয়ক একাধিক শুনানিতে তিনি টাকা দিতে পারবেন না বলে স্পষ্ট জানান প্রথীশ ৷

এরপর ৯ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানিতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে নীলেশ্বরম থানার পুলিশ ৷ এরপর তাকে আরডিও আদালতে পেশ করা হয় ৷ বিচারপতির সামনেও ভরণপোষণের টাকা দিতে পারবেন না বলে জানান প্রথীশ ৷ এরপর তাঁকে জেলের সাজা শোনায় আদালত ৷ আইনজীবীদের মতে, প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য ভরণপোষণের বিধান থাকলেও কারদণ্ডের ঘটনা বিরল ৷ সেই কারণে, আরডিও আদালতের এই রায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *