মুখ্যমন্ত্রী এই রাজ্যের শ্রমিকদের জন্য কিছুই করেননি বাগডোগরাতে এসে এমনটাই জানালেন সংসদ রাজু বিস্তা
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী বাংলার জন্য কিছুই করেননি, বাগডোগরা বিমানবন্দরে নেমে ঠিক এই কথাই জানালেন বিজেপি সংসদ রাজু বিস্তা। এদিন তিনি আরো জানান সেই ২০১১থেকে তৃণমূল সরকার ক্ষমতায় আছে, শুধু প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি আর কিছুই দিয়েছে কি? কোন কাজই করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার একের পর এক ভাতা দিচ্ছে, অথচ সারা রাজ্যে একেবারেই কোনো চাকরি নেই । ছেলে মেয়েরা পড়াশোনা করেও চরম হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। উত্তরবঙ্গ কে পর্যটনের পিঠস্থান বলা হয়। অথচ এই পর্যটন ক্ষেত্রে চাকরি আজকে কোথায়? সবকিছু যেন ঝিমিয়ে পড়েছে। এইভাবে কি চলতে পারা যায়? কোনভাবেই হতে পারেনা। রাজু বিস্তা এদিন এও বলেন দিল্লির মানুষ বুঝতে পেরে গেছে , বিজেপি ছাড়া কোন কাজ হতে পারে না। এটা বাংলার মানুষকেও বুঝতে হবে । কারণ বিজেপি পারবে একমাত্র বাংলায় শান্তি ফিরিয়ে আনতে। মানুষ আর কিছু চায়না , সম্মান চায় শান্তি চায়। আর সেটা দেবে বিজেপি এদিন এমনটাই জানালেন রাজু বিস্তা।
