মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো ” অঞ্চলে আঁচল ” নামক বিশেষ এক কর্মসূচি
শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সারা বাংলা জুড়ে চলছে ” অঞ্চলে আচল ” কর্মসূচি। এই কর্মসূচিতে মূলত মহিলাদের জন্য কি কি সুযোগ-সুবিধা আছে সেটার উপরই জোর দেওয়া হয় । মহিলাদের কি কি সুযোগ আছে আগামী দিনে , এবং কোন কোন মহিলারা কিভাবে এই সুযোগ-সুবিধা গুলি পাবেন সেটার উপরেই মূলত বিশেষ জোর দেওয়া হয়।

শিলিগুড়ির হাকিম পাড়াতে অনুষ্ঠিত হয়ে গেল ” অঞ্চলে আচল ” কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ , শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং এমএমআইসি শ্রাবণী দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন এমএমআইসি এবং কাউন্সিলররা। জেলা সভাপতি এদিন জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যথেষ্ট জনপ্রিয় হচ্ছে। সারা গ্রাম বাংলা এবং শহরের মহিলাদের এর সুবিধা এবং অসুবিধা গুলি বোঝানো হচ্ছে। আগামী দিনে তারা যাতে আরো সুযোগ-সুবিধা পান সেটাও দেখা হচ্ছে। এদিন সভার শুরুতে পাকিস্তানের কার্যকলাপের তীব্র নিন্দা করা হয়, এবং যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিরবতা পালন করা হয়। এই সভাতে জেলা সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন এমএমআইসি এবং ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত, তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের প্রশংসা করে জানান মুখ্যমন্ত্রী আমাদের সবার জন্য ভাবেন এবং চিন্তা করেন। তাই আমাদের সবার উচিত এই প্রকল্পের দিকগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া।