মোবাইল এবং ইন্টারনেটের যুগে আজ ব্রাত্য শিলপাটা
নিজস্ব সংবাদদাতা : আজকের দিনে আর দেখতে পাওয়া যায় না শিলনোড়া। এক সময় দুপুরে মা কাকিমারা গলপ করতে করতে যে শিলনোড়ার কাজ শেষ হত আজ এক দশক হয়ে গেছে আর খুজেই পাওয়া যায় না। আজকের আধুনিক যুগে একেবারেই হারিয়ে গেছে শিলনোড়া। এখন গুড়ো মশলার যুগ যুগ নানান ধরনের আধুনিক যুগের বিভিন্ন প্রকারের মশলা। তাই আজকের দিনে আর কষ্ট করতে হয় না কাউকেই। কারন সামান্য তিরিশ থেকে চল্লিশ টাকার জন্য কেই বা এত পরিশ্রম করবে। তাই আর নেই শিলপাটার যুগ। চারিদিকে এখন আধুনিকতার মোড়া পৃথিবীতে কেউ আর মনেই রাখেন না পুরানো সেই সব জিনিসের কথা। আগে দুপুর হলেই ডাক আসত “শিলপাটা ” বলে এখন আর পাওয়া যায় না সেই সব মানুষদের আর শোনাই যায় না সেই সব ডাক। হারিয়ে গেছে সেই সব জিনিস। আগে শিলপাটা প্রয়োজন ছিল সাধারন মানুষের এখন আর দরকার পড়ে না কারোরই। সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেছে সেই সব জিনিস। জীবনে যে যে জিনিস দামী এবং মুল্যবান সেই সব জিনিস হারিয়ে গেছে আমাদের কাছ থেকে জানালেন এক ষাটোর্ধ বৃদ্বা। তিনি আরো জানালেন যুগের সাথে তাল মিলিয়ে আজ অনেক কিছুই আমাদের জীবন থেকে চিরকালের মত চলে গেছে। যেটা আর ফিরবেনা কোন সময়েই।