যোগ্যদের চাকরি চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক, ঠিক এভাবেই দুঃখ প্রকাশ করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : যোগ্যদের চাকরি চলে যাওয়া প্রচন্ড দুঃখজনক। ঠিক এই ভাষায় দুঃখ প্রকাশ করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যারা যোগ্য তাদের কোন ক্ষতি হতে তিনি দেবেন না , তবে আমরা নিশ্চিত হতে পারি। আজকে বহু লোক আছেন যারা এই চাকরিজীবীদের উপর নির্ভরশীল। প্রতিভাবান এবং মেধাবী হয়েও চাকরি হারালেন যারা তাদের জন্য আমার গভীর সমবেদনা রইল।

জেলা সভাপতি এদিন জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্য এইসব চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে থাকা। তাদের মনে জোর বাড়ানো। ভালো কিছু হবেই, এই বিষয় আমিও বেশ আশাবাদী, আবেগপ্রবনও । তিনি আরো জানান , অযোগ্য এবং যোগ্য আলাদা হবেই এর কোন দ্বিমত হয় না। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যারা তারা তো আলাদা স্থানে থাকবেই। ২৬ হাজারের মধ্যে যোগ্য প্রার্থী অধিকাংশ। আর আমাদের আর কিছু প্রমাণ করার নেই। এর উপরে বিজেপি এবং সিপিএম রাজনৈতিকভাবে এই ঘটনা নিয়ে ফায়দা তুলতে চেষ্টা করছে। তাই ঘটনা অন্য দিকে চলে যেতে পারে, আমি যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের একটাই অনুরোধ করব আপনারা কোন প্ররোচনায় পা দেবেন না। আপনারা যোগ্য এত বড় অস্ত্র আছে আপনাদের কাছে , এর উপরে আর কিছু দরকার নেই। একটা খারাপ সময় এসেছে , যেটা পার হয়ে যাবে।
এদিন তিনি এও বলেন উত্তরবঙ্গের বহু স্কুল আছে যারা এই ঘটনার পরে শিক্ষক হারা হয়ে বসে আছে, ছাত্র-ছাত্রীরা অসহায় ভাবে তাকিয়ে আছে। সবার কাছে একটাই বার্তা আমি দিতে চাইবো , যে তোমরা ধৈর্য ধরো ফল পাবেই খুব তাড়াতাড়ি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে তোমাদের, ভালো ফল তোমাদের কাছেই আসবে।