কলকাতা ও উত্তর ২৪ পরগণা ক্রমশ করোনার উদ্বেগ বাড়াচ্ছে বাংলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে ক্রমশ করোনার উদ্বেগ বাড়াচ্ছে দুটি জেলা৷ একটি হল শহর কলকাতা, অপরটি উত্তর ২৪ পরগনা জেলা ৷ এখানে ৭০০ জন করোনা আক্রান্তের সন্ধান মিলছে প্রায় প্রতিদিনই৷ গত ২৪ ঘন্টায় এখানে মৃত্যু হয়েছে যথাক্রমে ১৫ এবং ১১ জন৷ এক কথায় বলা যায়,এই দুই জেলা যেন করোনা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে৷

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,শুধু কলকাতায় ৬৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায়৷ এই নিয়ে শহরে মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৭৪০ জন৷ অন্যদিকে একদিনে ৬৩৪ জন আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়৷ সব মিলিয়ে এই জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫০ হাজার ৮৩৮ জন৷ দুই জেলা মিলে মোট আক্রান্ত ১ লক্ষ ৬ হাজার ৫৭৮ জন৷ আক্রান্ত ও মৃতের হিসেব যা প্রায় ৪৫ শতাংশ৷রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮ জন৷ অর্থাৎ কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাকি ২১ জেলায় ১ লক্ষ ৪৭ হাজার ১৯০ জন মোট আক্রান্ত হয়েছে৷

এদিনও কলকাতা ও উত্তর ২৪ পরগনা শীর্ষে মৃত ও আক্রান্তের দিক থেকে৷ মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে শহর কলকাতায়৷ এই পর্যন্ত শহরে মোট মৃতের সংখ্যা ১,৬৯৯ জন৷ আর উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ সব মিলিয়ে এই জেলায় মৃত্যু ১,০৮৮ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *