“রাজনীতিতে এখন অনেক নোংরামি চলে এসেছে, আর ভালো লাগেনা”- জানালেন শিলিগুড়ির বাসিন্দা দীপেন দে চৌধুরী
শিলিগুড়ি : রাজনীতি এখন অনেক নোংরা হয়ে গেছে , আগে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কেউ কারো নামে কুৎসা রটনা করতো না। আর এখন হয়ে গেছে একেবারে উল্টো, সম্পূর্ণ কুৎসায় ভরে গেছে রাজনীতি। রাজনীতি এখন মানুষের রন্ধে রন্ধরে পৌঁছে গেছে এমনটাই জানালেন শিলিগুড়ি আশ্রম পাড়ার পুরনো বাসিন্দা দিপেন দে চৌধুরী। তিনি জানান এখন তিনি অবসরে, চাকরি করে বহু মানুষকে কাছে পেয়েছি বহু মানুষকে চিনেছি, কিন্তু তখনকার দিনের মানুষের মধ্যে এতটা নোংরামি ছিল না। এখন মালদার মত ঘটনা হচ্ছে , যেটা আমরা কোনভাবেই ভাবতে পারিনা।

তিনি আরো জানান আমরা একেবারেই নিরীহ এবং শান্তিপ্রিয় মানুষ, কোন ঝুট ঝামেলাতে যাই না। কিন্তু রাজনীতি তো থাকবেই আমাদের মধ্যে। তার বাইরে তো যাওয়া যাচ্ছে না, রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন আমাদের দেখবেন এটাই তো হয়ে আসছে যুগ যুগ ধরে। আমরা সেখান থেকে ঘুরতে পারবো না , তবে বর্তমানে যেভাবে রাজনীতি চলছে তাতে যুব সমাজ মুখ ঘুরিয়ে নিচ্ছে রাজনীতি থেকে। এইভাবে রাজনীতি করলে ভবিষ্যৎ প্রজন্ম কোনভাবেই কোনদিন আসবেনা, রাজনীতিতে। ভবিষ্যৎ প্রজন্মকে তো তৈরি রাখতে হবে, এই কুৎসা নোংরামি হানাহানি তে থাকবে? এমনটাই জানালেন দীপেন দে চৌধুরী। তিনি আরো জানান আমরা ভয় পাই, রাজনীতির সামনে যেতে। সেটা আরো খোলামেলা হলে সবাই এগিয়ে যাবে, কিন্তু এইভাবে কোনদিনও না, এমনটাই জানালেন দীপেন দে চৌধুরী।