রাজ্য সরকার চিকিত্সার দর বাড়াল স্বাস্থ্যসাথীর পরিষেবা সুনিশ্চিত করতে
বেস্ট কলকাতা নিউজ : উদ্দেশ্য, স্বাস্থ্য পরিষেবা আরও সুনিশ্চিত করা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়। এবার রাজ্য সরকার আরও সচেষ্ট হল বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যাতে কোনো ভাবে রোগী না ফেরায় সে বিষয়ে। বাড়ানো হল এমনকি সরকারি চিকিত্সার দরও। গড়ে ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হয়েছে চিকিত্সার ৩৩টি প্রচলিত প্যাকেজএর দর। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালুর সময় এমনকি রোগী না ফেরাতে অনুরোধ করেছিল বেসরকারি হাসপাতালগুলোকেও। কিন্তু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়,তারা কোনো রকম ভাবে পরিষেবা দিতে পারবে না চিকিত্সার দর না বাড়ালে।
তার পরেই রাজ্য সরকার শুরু করল পরিষেবার দর বাড়ানোর কাজ। সংশোধনের পর সাধারণ চিকিত্সার সরকারি দর বাড়ানো হয়েছে ২০ শতাংশ। ২৫ শতাংশ দর বেড়েছে হৃদযন্ত্রের চিকিত্সার জন্য। সাধারণ অস্ত্রোপচারের সরকারি দর বাড়ানো হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। প্রচলিত ১০৫টি প্যাকেজের মধ্যে ৬০ শতাংশের দর বাড়ানো হয়েছে।রাজ্য সরকার জানিয়েছে আগামী দিনে হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হবে বলেও।