রাজ্য সরকারের নতুন উন্নয়নমূলক কর্মসূচি”আমাদের পাড়া, আমাদের সমাধানের কর্মসূচিস্থল পরিদর্শনে এলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্য সরকারের নতুন উন্নয়নমূলক কর্মসূচি”আমাদের পাড়া, আমাদের সমাধান” – এর কর্মসূচিস্থল পরিদর্শনে এদিন পুরনিগমের ৪২ নং ওয়ার্ডের একটিয়াশাল বি,এফ, সি, স্কুল পরিদর্শনে আসলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই পরিদর্শনে এসে তিনি জানান স্কুল এর বিভিন্ন সমস্যা থাকে যার সমাধান করা মোটেই সহজ ব্যাপার নয়। আমাদের পুরসভা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে স্কুল গুলির কি কি সমস্যা আছে, সেগুলোর সমাধান করার চেষ্টা করছে । বাংলা মাধ্যম এর স্কুল গুলি বেশ ভালো, কিন্তু সেগুলো পরিবর্তন করা একান্তই প্রয়জন। আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য এই স্কুল গুলিকে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া। সময় লাগবে তবে সবাই সচেতন থাকলে সবকিছু সম্ভব বলেও এদিন জানালেন ডেপুটি মেয়র।
