রাজ্য সরকারের ন্যায্য মূল্যের সবজি বিতরণ শুরু হল শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে শুরু হল রাজ্য সরকারের ন্যায্য মূল্যে সবজি বিতরণ। আকাশ ছোঁয়া সবজির দামের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত। যার থেকে বাদ নেই শিলিগুড়ি ও। শিলিগুড়ির মোট ১৭টি জায়গায় শুরু হয়েছে সুফল বাংলা স্টলের পক্ষ থেকে সবজি বিতরণ। যেখানে আপনি পাবেন আলু পেঁয়াজ এবং টমেটো ছাড়াও কাঁচা লঙ্কা আদা এবং রসুন। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া সুভাষপল্লী এবং হায়দার পাড়া তে স্থানীয় কাউন্সিলর এর উদ্যোগে শুরু হয়েছে সবজি বিতরণ। এদিকে সবজি কিনতে ভিড় করেন স্থানীয় মানুষও । যার মধ্যে অধিকাংশকেই দেখা যায় আলু এবং পেঁয়াজ কিনতে। যতদিন না পর্যন্ত সবজির দাম সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আসবে ততদিন সুফল বাংলার পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যের সবজি বিক্রি করা হবে।

সুফল বাংলার বিভিন্ন স্টলে দেখা যায় প্রচুর সাধারণ মানুষ আসছেন আলু পেয়াজ এবং কাঁচা লঙ্কা কিনতে। অনেকেই ভাবছেন একবারে বেশি করে কিনে নিয়ে গেলে আর আসতে হবে না। শিলিগুড়ির মত সতেরটি স্টল থেকেই সবজি বিক্রি হয়েছে। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও শুরু হয়েছে সুফল বাংলার পক্ষ থেকে সবজি বিতরণ। যেখানে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। তবে কতদিন পর্যন্ত সরকারি এই সবজি পাওয়া যাবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায় নি। উত্তরবঙ্গের সব জায়গায় এমনকি পাহাড়েও সুফল বাংলার স্টল দেখতে পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *