রাজ্য সরকারের বিশেষ রোবট অবশেষে শুরু করল আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ
বেস্ট কলকাতা নিউজ : আনন্দপুরে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে উল্লেখ্য়যোগ্য বিষয়, আগুন নেভাতে রাজ্য দমকলের পক্ষ থেকে প্রথম বার ব্যবহার করা হল মাল্টি ডাইমেনশনাল রোবট।
কীভাবে কাজ করে রোবট? এই রোবটের চাকাতে লাগানো আছে ট্যাঙ্ক এর মত ক্যাটারপিল্লার বেল্ট। ফলে যে কোনও জায়গায় যেতে পারবে। উঁচু নিঁচু অসমান জায়গায় যেতে পারে রোবটটি। দু’টি ক্যামেরা লাগানো রয়েছে এর ভিতরে। সেই ক্যামেরা দেখে আগুন চিহ্নিত করা যাবে দূর থেকে। সেই অনুযায়ী রোবট জল দেবে। হোসের কাজ করবে আবার ফায়ার জেটেরও কাজও করবে এই রোবট। মূলত যে আগুনে দমকল কর্মীরা শারীরিক ভাবে উপস্থিত হতে পারবে না, সেখানে কাজ করবে এই রোবট।
জানা গিয়েছে, প্রায় এক-একটি রোবটের দাম ৫০ লক্ষ টাকা। ৪টি রোবট কিনেছে রাজ্য। এ প্রসঙ্গে বলতে গিয়ে ডিজি (ফায়ার সার্ভিস) বলেন, “এই রোবট ব্যবহার হচ্ছে। এটিকে দিয়ে বহুমুখী কাজে ব্যবহার করানো যাবে। এটাতে দুটো টিভি ক্যামেরা আছে। আর এতে টিভি ক্যামেরা লাগানো আছে। যার মাধ্যমে এ সব আগুন দেখতে পাবে।”