রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব এর পদে নিযুক্ত হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে আর পুনরায় বহাল করা হল না অত্রি ভট্টাচার্যকে৷ তার পরিবর্তে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সৌরভ দাসকে আনা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার পদে ৷ নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে৷উল্লেখ্য, শেষ দফার ভোটের আগে স্বরাষ্ট্রসচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ সেই সময় মুখ্যসচিব মলয় দে’র উপর স্বরাষ্ট্রসচিবের কাজ দেখভাল করার বাড়তি দায়িত্ব বর্তায়৷ ভোট মিটতেই পূর্ণ সময়কালের স্বরাষ্ট্রসচিব পদে আমলা খোঁজ করার তৎপরতা শুরু হয় যায় ৷ দু’এক জনের নাম শোনা গেলেওশেষপর্যন্ত এই দায়িত্বে নিয়ে আশা হল মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আলাপন বন্দ্যোপাধ্যায়কে ৷ এতদিন তিনি শিল্প সচিব ছিলেন৷ তার আগে পরিবহন দফতরের সচিব ছিলেন
অন্যদিকে ভোট মিটতেই রাজ্য নির্বাচন কমিশনার পদে আনা হল নতুন মুখ ৷ এতদিন এই পদে ছিলেন অমরেন্দ্র নাথ সিং৷ ২০১৫ সালের অক্টোবর মাসে অমরেন্দ্রকে রাজ্য নির্বাচন কমিশনার পদে বহাল করা হয়৷ গতবছর পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বে তিনিই ছিলেন৷ সেই সময় একাধিক প্রশ্ন ওঠে তাঁর ভূমিকা নিয়ে৷