রাতভর বৃষ্টিতে ডুবে গেল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর মাঠ
শিলিগুড়ি : রাতভর বৃষ্টিতে ডুবে গেল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর মাঠ। এদিনের রাতের প্রবল বৃষ্টির কারণে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠটি সম্পূর্ণভাবে চলে যায় একেবারে জলের তলায়। স্কুল খোলা থাকায় ছাত্র-ছাত্রীরা জুতো হাতে করে নিয়ে স্কুলে ঢোকে। তারা জানিয়েছেন এই অবস্থা অনেকদিন ধরেই চলছে , বর্ষা হলেই এই সমস্যা সামনে চলে আসে। কিন্তু না স্কুল কর্তৃপক্ষ, না প্রশাসন কেউই এই ব্যাপারে দৃষ্টি নিক্ষেপ করেননি। স্কুল এর দিদিমণিরাও জানিয়েছেন প্রচন্ড সমস্যার মধ্য দিয়ে আমাদের স্কুলে আসতে হয়।। যেহেতু এই সময়টা ছাত্রীদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ, তাই আমরা শত কষ্ট হলেও স্কুলে আসি।
