হুড খোলা দোতলা বাস রং পাল্টে ১৫ বছর পর ফের ফিরছে শহর কলকাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের দোতলা নস্টালজিয়া শহর কলকাতায় ফিরছে দীর্ঘ ১৫ বছর পর৷ তবে সেক্ষেত্রে লাল রঙের পরিবর্তে নীল-সাদা রঙের দোতলা বাস৷ আজ মুখ্যমন্ত্রী দু’টি দোতলা বাসের উদ্বোধন করবেন নবান্ন থেকে৷ এই বাস চালু হচ্ছে পর্যটন ও শহর ঘুরে দেখানোর জন্যই৷

এক সময় ঠাকুর দেখার সঙ্গী ছিল এই দোতলা বাসই৷ এইবার ফের রঙিন হয়ে উঠতে পারে বাসের উঁচু জানলা দিয়ে মুখ বাড়িয়ে সকলের মাথা টপকে দুর্গা-দর্শনের সেই দিনগুলিও৷ তবে সবিস্তারে এখনও জানানো হয়নি বাস কোথা থেকে ছাড়বে, কোথায় যাবে- সে সব৷ আপাতত এই বাসগুলি চালাবে পরিবহণ দফতর এর পরিবর্তে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। তবে পরিবহণ নিগম বাসের ড্রাইভার ও কনডাক্টর দেবে।

শেষবার সরকারিভাবে শহরের রাস্তায় দোতলা বাস চলেছিল ২০০৫ সালে। কিন্তু তারপর থেকে আর রাস্তায় চলেনি দোতলা বাস৷ ফের কলকাতার রাস্তায় দোতলা বাস দেখা যাবে ১৫ বছর পর৷ তবে তা যাত্রী পরিবহণের জন্য নয়৷ আপাতত পর্যটন স্থান ও শহর ঘুরে দেখাবে এই বাস৷ হুড খোলা ডবল ডেকার বাস আসছে অনেকটা লন্ডন সিটি ট্যুরের আদলে ঘোরার জন্য ৷১৯২৬ সালে কলকাতায় প্রথম দোতলা বাস চালু হয়েছিল।এই বাসগুলি চলতো ব্যারাকপুর , হাওড়া , বেহালায়।বাসের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে নয়ের দশক থেকে। অবশেষে এই পরিষেবা বন্ধ হয়ে যায় ২০০৫ সালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *