রেলের টিকিট বিক্রির কোটি টাকার নয়ছয়ের অভিযোগ,রেলকর্মীর স্ত্রীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ
জলপাইগুড়ি : রেলের টিকিট বিক্রির কোটি টাকার নয়ছয়ের অভিযোগে রেলকর্মীর স্ত্রীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। ধৃত জয়শ্রী সরকার ভক্তিনগর সেন্ট্রাল কলোনির বাসিন্দা। জানা গেছে তাঁর স্বামী অনিশ সরকার এনজেপি স্টেশনের কমার্শিয়াল সুপারভাইজার পদে কর্মরত। জিজ্ঞাসাবাদের জন্য জয়শ্রীকে থানায় ডেকে পাঠায় পুলিশ। আয়বহির্ভূত বিপুল সম্পত্তির হিসেব চাওয়া হলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জলপাইগুড়ি আদালত এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে।

অভিযোগ, টিকিট বিক্রির টাকা ব্যাঙ্কে জমা করার দায়িত্ব ছিল অনিশ সরকারের উপর। কিন্তু তদন্তে জানা যায়, গত বছর ৩ জানুয়ারির টিকিট বিক্রির ১৪ লক্ষ ৭৯ হাজার টাকারও বেশি ব্যাঙ্কে জমা দেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই এনজেপির চিফ কমার্শিয়াল ইন্সপেক্টর ২০ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ জানান। এদিকে তদন্ত নেমে পুলিশ দেখতে পায়, শুধু ওইদিনই নয়। একাধিক দিনের আয় ব্যাঙ্কে পৌঁছয়নি। প্রায় দুই কোটি টাকারও বেশি গরমিল পাওয়া গেছে। অভিযোগ, সেই টাকা অনিশ নিজের স্ত্রীর বিভিন্ন ব্যবসায় লাগাতেন। আরও অভিযোগ দায়ের হতেই অনিশ গা-ঢাকা দেয়। পরে জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ থেকে আগাম জামিন নেয়। পুলিশের এও দাবি, তাঁর একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।তদন্তেউঠে এসেছে, ধৃত জয়শ্রী বাবুপাড়ার একটি বেসরকারি ইংরেজি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন।

