লাগামহীন ভাবে দাম বেড়েছে ডিমের , এক চরম দুশ্চিন্তায় গৃহস্থরা
নিজস্ব সংবাদদাতা : লাগামহীন ভাবে দাম বেড়েছে ডিমের। আর যার জেরে চিন্তায় গৃহস্থরা। কারণ মাছ-মাংস অনেকেই খেতে পারেন না অর্থের কারণে। কিন্তু ডিম তো মানুষের কাছে সহজ হয়েই আছে। ডিমের দাম বেড়েছে অনেকটা, বিক্রেতারা জানান এই সময় ২৫ শে ডিসেম্বর থাকে , বিশেষ করে ২৫ শে ডিসেম্বর মানে কেকের সময়। কেক বানাতে ডিম লাগে। অন্যদিকে বিয়ের মরশুম, এবং অন্যান্য অনুষ্ঠান এবং পিকনিক তো আছেই। এদিকে বিক্রেতারা এও জানায় এই সময় ডিমের দাম অনেকটাই বেড়ে যায়। শুধু এই বছর বলে না প্রতিবছরই। আবার ফেব্রুয়ারি আসলে ডিমের দাম কমে। তবে মানুষ আসছে ডিম কিনতে, কারণ যতই দাম বাড়ুক মাছ-মাংসের থেকে তো ডিম সস্তা। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি ডিমের এমনটাই জানিয়েছেন বিক্রেতারা।


