এনআরএস হাসপাতালে ১১০টি কোভিড শয্যা, শুরু হল রোগী ভর্তি, রাজ্য এগোল আরও একধাপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যজুড়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে। সংক্রমণের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে হু হু করে। প্রায়ই হাসপাতালগুলিতে বেড মিলছে না বলেও অভিযোগ উঠছে। এই রকম পরিস্থিতিতে এনআরএস হাসপাতালে ১১০টি নতুন বেড চালু করা হল করোনা চিকিৎসার জন্য।

সূত্রের খবর, রাজ্য সরকার সম্প্রতি আরও বেশি তৎপর হয়েছে করোনা সংক্রমণ থেকে শহরবাসীকে রক্ষা করতে। সেই কারণে কয়েক দিন ধরেই আলোচনার পরেই কোভিড ইউনিটে রূপান্তরিত করা হল এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট ওয়ার্ডের বেশ কিছু শয্যাকে। হাসপাতাল সূত্রের খবর, কোভিড ইউনিটে রূপান্তর করা হয়েছে এনআরএস হাসপাতালের চেস্ট ওয়ার্ডের তিনটি ঘরের ১১০টি শয্যাকে। বেডগুলিতে থাকছে এমনকি নন-ইনটেনসিভ ভেন্টিলেশনের ব্যবস্থাও । এদিকে covid ইউনিটে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রোগী ভর্তির পক্রিয়ায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *