লায়ন্স ক্লাব এর উদ্যোগে ” ফুড ফর অল ” অনুষ্ঠিত হলো শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : লায়ন্স ক্লাব এর উদ্যোগে ফুড ফর অল উদ্যোগ নেওয়া হলো শিলিগুড়িতে। দুস্থ এবং পথ চলতি মানুষের হাতে এদিন তুলে দেওয়া হলো খাবার। তালিকায় ছিল ভাত, ডাল, ভাজা এবং ডিমের ঝোল। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এদিন সায়ন্তন চক্রবর্তী যিনি এখানকার অন্যতম পৃষ্ঠপোষক তিনি জানান, সারা বছর ধরেই চলে আমাদের এই বিশেষ উদ্যোগ। একেক সময় একেক দিন এক একটি রাস্তায় আমরা এই ক্যাম্প করি। রান্না হয় একেবারে বাড়ির পরিবেশে। খুবই স্বাস্থ্যকর থাকে আমাদের এই রান্না, যেটা খেয়ে কারো কোন সমস্যা দেখা না দেয়। আমাদের এই উদ্যোগ নেওয়া মূলত সেইসব মানুষদের জন্য যারা দিনের পর দিন অনাহারে এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। পথ চলতি মানুষেরা যারা একেবারে সাধারণ যাদের কোনো খাবার ঠিকানা নাই, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। এমনকি এছাড়া বহু বেকার যুবক এবং যুবতী যারা শিক্ষিত হয়েও এখনো পর্যন্ত কর্মহীন তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের উদ্যোগ ” ফুড ফর অল ” এখন প্রচন্ড ভাবে জনপ্রিয় হয়ে গেছে। আমরা চিন্তা করছি কিভাবে এই উদ্যোগকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। মানুষের জন্য যদি আমরা এক বেলা আহারের জোগাড় করতে পারি এটা আমাদের কাছে অনেক বড় পুরস্কার এমনটাই জানালেন সায়ন্তন চক্রবর্তী।

তিনি আরো জানান আমি এই সংস্থার সাথে বহু বছর ধরেই জড়িত, আমাকে উদ্বুদ্ধ করে এই সংস্থার কার্যকলাপ। তাই কিভাবে কখন জড়িয়ে গেছি আমি নিজেও জানিনা। আমার সবচাইতে ভালো লাগে তখন যখন আমি দেখি গরিব মানুষেরা এখানে খাবার খেয়ে একটা তৃপ্তির হাসি দিচ্ছে। এটাই আমার কাছে অনেক অনেক বড় পুরস্কার । আমি চেষ্টা করব এই উদ্যোগকে আরো বড় করে আরো ভালোভাবে যাতে মানুষের কাছে পৌছে দেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *