লোকসভায় ওয়াকফের সঙ্গেই মণিপুর নিয়ে আলোচনা হল মাঝরাতে , পাশ হল বিশেষ প্রস্তাবও
বেস্ট কলকাতা নিউজ : বুধবার মধ্যরাত পর্যন্ত চললো এক তুমুল তর্ক-বিতর্ক। ২ এপ্রিল যে আলচনার শুরু হয়েছিল, তা শেষ হল যখন, তখন ভারতীয় সময়ের হিসেবে ৩ এপ্রিল। দীর্ঘ আলোচনার পর বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয় ওয়াকফ বিল। ঠিক তারপরেই বিরোধীরা আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে। গভীর রাতে জানা গেল, সংসদে পাশ হয়ে গিয়েছে সেই প্রস্তাবও। বিরোধীরা মণিপুরে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলচনা শুরু করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের প্রশ্নের জবাব দেন, একই সঙ্গে লোকসভায় মধ্যরাতে পাশ হয়ে যায় মণিপুর প্রস্তাব।

কী এই মণিপুর প্রস্তাব? কেনই বা পাশ হতে হল লোকসভায়? মণিপুরে দীর্ঘ অশান্তি, বিশৃঙ্খলার মাঝে, চাপের মুখে পড়ে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন। বিজেপি মণিপুরে বীরেনের বিকল্প না পাওয়ায় ফেব্রুয়ারিতে জারি হয় রাষ্ট্রপতি শাসন। নিয়ম, কোনও জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি হলে, তার দু’ মাসের মধ্যে সংসদীয় অনুমোদন প্রয়োজন হয়। বুধবার মধ্যরাতে সেই অনুমোদন দিল লোকসভা।
উল্লেখ্য , জাতি হিংসায় গত দু’বছরের বেশি সময় ধরে বিধ্বস্ত মণিপুর। দায়ভার নিয়ে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু ঘরে বাইরে চাপে ছিলেন তিনি। বিরোধী কংগ্রেসও অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছিল। জটিল পরিস্থিতি দেখে, অমিত শাহের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। বীরেন সিংয়ের পর কে হবেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনার পারদ চড়ছিল। একাধিকবার বৈঠকেও রফাসূত্র মিলেনি। মুখ্যমন্ত্রী বাছতে ব্যর্থ হয় পদ্ম শিবির, শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের চার দিনের মাথায় হিংসা কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।