শববাহী গাড়িতে বেহুঁশ চালক-খালাসি, ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হল চরম বিতর্ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শববাহী গাড়িতে মদ খেয়ে শব আসন চালক আর খালাসির! অন ডিউটি অবস্থায় মদ খেয়ে এমন কাণ্ড করায়, দু’জনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।উত্তরপাড়া কোতরং পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের শববাহী গাড়ি গতকাল রাতে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে। সময় হয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি।

সামাজিক মাধ্যমে সেই শববাহী গাড়ির ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়,গাড়ির চালক তার সিটে উপুড় হয়ে পড়ে আছেন। গাড়ির চাবি পুরসভার আই কার্ড গাড়ির সিটে পড়ে। আর যে ট্রেতে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় সেই ট্রের মধ্যে শুয়ে আছেন হেল্পার।দুজনেই বেহুঁশ।ডাকলেও কোনও সাড়া নেই। এই ভিডিয়ো ভাইরাল হতেই সরব হয়েছেন বিরোধীরা। বাম বিজেপি এক যোগে পুরসভার এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।চারিদিকে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে তারপরও হুঁশ নেই।

বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, “এখন তো রাজ্য সরকার মদেই চলছে। আর উত্তরপাড়ার বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি দিচ্ছে। এই তো চলছে।” মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের ম্যানেজার সুমনা মহালানবিশ বলেন, “আমরা বিষয়টা জানতে পেরেছি।আমাদের কাছে খুবই বেদনাদায়ক।কখনওই আশা করিনি।কালকে একজন মারা গিয়েছিল শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে গিয়েছিল দেহ আনতে। তারপর সম্ভবত শ্মশানে গিয়েছিল। গাড়িটাকে ভিতরে না ঢুকিয়ে অন ডিউটি অবস্থায় ইউনিফর্ম পড়ে এ ধরনের কাণ্ড ঘটিয়েছে।আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, দুজনকেই বসিয়ে দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *