শান্তিনিকেতনে জমি মাফিয়াদের ব্যাপক দৌরাত্ম্যে শঙ্কিত প্রশাসন ! দখল রুখতে বসছে চলছে বোর্ড

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে এবার শঙ্কায় খোদ প্রশাসন, এমনই অভিযোগ । সরকারি জমি চিহ্নিত করে প্রশাসনের তরফে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে । জমি বেহাত হওয়া রুখতে কোথাও বোলপুর পুরসভার তরফে, কোথাও সেচ বিভাগ বা বন বিভাগের তরফে, কোথাও আবার শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তরফে বসানো হয়েছে বোর্ড । প্রসঙ্গত, এই বোলপুর-শান্তিনিকেতনে আদিবাসীদের জমি থেকে শুরু করে কোপাই নদীর তীর, এমনকি সরকারি বহু জমি বেহাত হয়ে গিয়েছে ৷

জমি দখলের অভিযোগ: বাঙালির ছুটি কাটানোর, আমোদ-প্রমোদের অন্যতম ডেস্টিনেশন শান্তিনিকেতন । হাতে কিছু টাকা এলেই শান্তিনিকেতনে একটি ফ্ল্যাট বা একটি বাগান বাড়ি করে রাখছেন রাজ্যের দূরদূরান্তের মানুষজন । এছাড়া, গত কয়েক দশকে এই বোলপুর-শান্তিনিকেতনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, আবাসন, কটেজ প্রভৃতি । আর এই প্রবণতার জন্যই শান্তিনেকতনের জমির দিকে নজর মাফিয়াদের ৷ যত দিন যাচ্ছে, ততই বাড়ছে দৌরাত্ম্য ৷ জমি দখল করে নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ কাজ গড়ে তোলার অভিযোগও ভূরি ভূরি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *