শিলিগুড়ি থেকে কলকাতা গামী বাস ভাড়া ৩০০০ টাকা, চরম আতঙ্ক পর্যটকদের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে কলকাতা, অথবা কলকাতা থেকে শিলিগুড়ি বাসে আপনি যাবেন তিনজনে টিকিট কাটার সময় জিজ্ঞাসা করা হচ্ছে, কত টাকা? উত্তর শুনে আপনি থ হয়ে যাবেন , ভাড়া চাওয়া হচ্ছে , ৩০০০ টাকা । এই ভাড়া শুনে , আপনি চমকে যাবেন। কিন্তু কিছু করবার নেই, হ্যাঁ এরকমই হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা অথবা কলকাতা থেকে শিলিগুড়ি। ফাস্ট কাম ফাস্ট সার্ভিস, এই ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে। কেন এত দাম টিকিটের? উত্তর আসছে নিতে হলে নিন না হলে চলে যান। পর্যটকেরা জানিয়েছেন, এর চেয়ে বিমানে যাওয়া ভালো। ভাড়া বেশি লাগে , কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো যায়। বাস ভাড়া শুনে, আতঙ্কে অনেকে ট্রেন এ ফাস্ট ক্লাসের টিকিট কেটে চলে যাচ্ছেন।

কিন্তু কেন এত বাড়ছে বাস ভাড়া? জানা গেছে টিকিট নেই কোথাও , এক্সট্রা জায়গা করতেই এত টাকা চাওয়া হচ্ছে। কিন্তু এটা তো ঠিক না, তো কে শোনে কার কথা। যাত্রীরাও নিজেরা যেটা বুঝছেন সেটাই মনে করে চলছেন। আর সেই কারণে, অনেকেই ৩০০০ কি ৫০০০ চিন্তা না করে টিকিট কেটে ফেলেছেন। তবে কতদিন? কেউ কোন পদক্ষেপ নেবে না? কারো কাছে কোন উত্তর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *